ব্রেকিং:
পরাজয় মেনে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি ট্রাম্প ২৭ বছর পর আলোকিত হলো কারাবাখের গ্র্যান্ড মসজিদ

রোববার   ১৮ এপ্রিল ২০২১   বৈশাখ ৫ ১৪২৮  

গেইল ও আফ্রিদি বিপিএলে যে দলে খেলবেন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

বিপিএলের প্লেয়ার্দ ড্রাফটের শুরুতে দল পান নি মাশরাফি বিন মুর্তজা। ৮ম ডাকের পর তাকে দলে নেয় ঢাকা প্লাটুন। মাশরাফির পাশাপাশি ঢাকা প্লাটুন দলে ভিড়িয়েছে টি-টোয়েন্টির সুপারস্টার পাকিস্তানের শহীদ আফ্রিদিকে। অন্যদিকে গ্লোবাল টি-টোয়েন্টির প্রায় সব ব্যাটিং রেকর্ডের মালিক ক্রিস গেইলকে দলে নিয়েছে চিটাগাং।

 

 

গেইল-আফ্রিদিরা ছাড়াও বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি থেকে ক্যারিবীয় তারকা কেসরিক উইলিয়ামসকে বেছে নিয়েছে চট্টগ্রাম। ঢাকা বেছে নিয়েছে থিসারা পেরেরা ও ররি ইভান্সকে। সিলেট থান্ডার নিয়েছে শেফরন রাদারফোর্ড ও শফিকুল্লাহ শাফাতকে।

 

 

খুলনা টাইগার্সে বিদেশিদের মধ্যে রাইলি রুশো ও রবি ফ্রেইলিঙ্ক আছে। রংপুরে মোহাম্মদ নবি ছাড়াও গেছেন শাই হোপ। কুমিল্লা বেছে নিয়েছে কুশল পেরেরা ও মুজিব-উর রহমানকে। রাজশাহী নিয়েছে রবি বোপারা ও হজরতুল্লাহ জাজাইকে। তথ্যসূত্র : বিডি২৪লাইভ ডট কম

এই বিভাগের আরো খবর